কঠোর নিয়ম থেকে সরে এসে এআই রোডম্যাপ চালু অস্ট্রেলিয়ার

বিডি নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

দেশের অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে নতুন এক রোডম্যাপ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এআইয়ের ঝুঁকি সামলাতে কঠোর আইন তৈরি না করে নতুন নিয়মই ব্যবহার করবে দেশটি।


মঙ্গলবার প্রকাশিত এ ঘোষণার মাধ্যমে অস্ট্রেলিয়া আগের পরিকল্পনার তুলনায় উচ্চ-ঝুঁকির এআই পরিস্থিতিতে কঠোর নিয়ম আনার ধারণা থেকে সরে এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


বর্তমানে অস্ট্রেলিয়ার কোনো নির্দিষ্ট এআই আইন নেই। তবে গত বছর প্রাইভেসি, নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগের কারণে কিছু নিয়ম স্বেচ্ছায় মানার জন্য নির্দেশিকা চালুর ইঙ্গিত দিয়েছিল দেশটির মধ্য-বামপন্থী লেবার সরকার।


অস্ট্রেলিয়ার জাতীয় এআই পরিকল্পনায় লেবার সরকার বলেছে, উন্নত ডেটা সেন্টার তৈরিতে বিনিয়োগ, মানুষের এআই সংক্রান্ত দক্ষতা বাড়ানো যেন তাদের চাকরি নিরাপদ থাকে এবং দৈনন্দিন জীবনে আরও এআই যোগ হওয়ার সঙ্গে সঙ্গে জনসুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্ব দেবে তারা।


“সরকারের এআই সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থা অস্ট্রেলিয়ার শক্তিশালী আইন ও নিয়মের ওপরই ভিত্তি করে গড়ে তোলা হবে, যেখানে এআই সংক্রান্ত ঝুঁকি ঠেকাতে নতুন কঠোর আইন বানানোর বদলে আগের বিভিন্ন আইনই মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।”


পরিকল্পনা অনুসারে, দেশটির নিজ নিজ ক্ষেত্রে এআই সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও তা সামলানোর দায়িত্বে থাকবে অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও