১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১২৫৩ টাকা
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে। গতকাল মঙ্গলবার এ সমন্বয় করা হয়।
নতুন দাম অনুযায়ী, এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ভোক্তাদের কাছে ১ হাজার ২১৫ টাকার পরিবর্তে ১ হাজার ২৫৩ টাকায় বিক্রি হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, 'নতুন নির্ধারিত এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা। এটি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সব এলপিজি বিপণন কোম্পানি নতুন দামে এলপিজি বিক্রি করবে।'
বিইআরসি জানায়, গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২১৫ টাকা।
তিনি আরও বলেন, সৌদি আরব-ভিত্তিক আরামকো প্রতি মাসের শুরুতে যেভাবে এলপিজির চুক্তিমূল্য (সিপি) নির্ধারণ করে, সেই ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ১৩টি ভিন্ন সাইজের এলপিজি-ভর্তি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৯ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১২ মাস আগে