বিশ্বকাপ মাথায় রেখে সিরিজ নির্ধারণী ম্যাচ
নেটে থ্রো ডাউনে ব্যাট করার সময় একটি বল এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হন জাকের আলি অনিক। ম্যাচে এই ধরণের পরিস্থিতিতে নিশ্চিত স্টাম্পিং হওয়ার কথা। ঠিক পরের বলেই কাট করতে গিয়ে হন বোল্ড। কিছুটা হতাশায় বলেন, 'পাটু (শামীমের ডাক নাম) তুই আয়।' শামীম হোসেন পাটোয়ারিকে স্ট্রাইক দিয়ে অপর দিকে চলে যান জাকের। তার এই প্রস্থান যেন প্রতীকী ছবিও।
এই দুজন ভাগাভাগি করে নেট শেয়ার করছিলেন, নুরুল হাসান সোহানকে তখনো দেখা গেছে অপেক্ষায়। শেষ দিকে টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করেছেন বটে। তবে একাদশের ভাবনায় যে তিনি নেই সেরকম আঁচ স্পষ্ট।
জাকের-সোহান ব্যর্থ হওয়ায় শুরুতে একাদশে মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ পাওয়া হতো স্বাভাবিক। মজার কথা হলো অনুশীলনে তাকে খুঁজে পাওয়াই ছিল মুশকিল। নির্বাচকরা অঙ্কনকে স্কোয়াডে নিয়েছিলেন পরখ করার ভাবনায়, কিন্তু ডাগআউটে বসা ছাড়া আর কোনো কাজে লাগানো হয়নি তাকে। কারো চোটে শেষ ম্যাচে যদি অভিষেক করেও ফেলেন, তাহলেও এক ম্যাচ দিয়ে বিচার করা হবে মুশকিল।