'চীনকে ধরাও অসম্ভব ছিল না'
bangla.thedailystar.net
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭
চীনে স্বপ্নভঙ্গের পর ভারাক্রান্ত মন নিয়ে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের কাছে ৪-০ গোলের হার তাদের অভিযানের ইতি টেনে দেয় রোববারই।
টানা ১০ আসর ধরে মূলপর্বে উঠতে না পারা দলটির শেষ সাফল্য ছিল ২০০৬ সালে। প্রায় ১৯ বছর পর নতুন আশার সঞ্চার হয়েছিল। বিস্তৃত প্রস্তুতি, বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ এবং ধারাবাহিক পারফরম্যান্স যেন প্রমাণ দিচ্ছিল আরও দূর যাওয়ার সক্ষমতার। তিমোর-লেস্তে, ব্রুনাই, শ্রীলঙ্কা ও বাহরাইনকে হারিয়ে দাপুটে শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু সিদ্ধান্তমূলক ম্যাচে চীনের বিপক্ষে আর পারল না।
- ট্যাগ:
- খেলা
- অনূর্ধ্ব-১৭