নভেম্বরে রেমিট্যান্স ৩১ শতাংশ বেড়ে ২.৮৮ বিলিয়ন ডলার

ডেইলি স্টার প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ২০:০১

নভেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ৮৮ বিলিয়ন ডলার, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।


গতমাসে প্রাপ্ত রেমিট্যান্সের এই অংক অক্টোবরের চেয়েও ১৩ শতাংশ বেশি। অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।


গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ রেমিট্যান্স আসা বেড়েছে।


শিল্প সংশ্লিষ্টরা জানান, এসব কারণের মধ্যে রয়েছে বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।


চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৩ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও