৭ বছরে বঙ্গোপসাগরে মাছের মজুত প্রায় ৮০ শতাংশ কমেছে

ডেইলি স্টার প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:০২

বাংলাদেশের সমুদ্রসীমায় সামুদ্রিক মাছের মজুত কমে আগের তুলনায় প্রায় পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে বলে নতুন একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। 


গবেষণার তথ্য বলছে, ২০১৮ সালে যেখানে ছোট উপরিস্তরবাসী (পেলাজিক) মাছের মজুত ছিল এক লাখ ৫৮ হাজার ১০০ টন, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৩ হাজার ৮১১ টনে।


অর্থাৎ, সাগরের উপরের স্তরে বিচরণকারী এসব পেলাজিক মাছের পরিমাণ সাত বছরে ৭৮ দশমিক ৬ শতাংশ কমেছে।


গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত অনুষ্ঠানে জরিপ প্রতিবেদনটির একটি অংশ থেকে এসব তথ্য জানা যায়।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর এবং এফএও'র যৌথ উদ্যোগে জরিপটি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও