২০২৭ সালে অ্যাপল কম্পিউটারে ফিরছে ইনটেল?
২০২৭ সালে অ্যাপল কম্পিউটারের জন্য এম সিরিজ চিপ তৈরিতে ইনটেলের ওপর ভরসা করতে পারে মার্কিন কোম্পানি অ্যাপল।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এমনই বলেছেন সরবরাহ চেইন বিশ্লেষক মিং-চি কুও। নিজের সাম্প্রতিক প্রযুক্তি শিল্পসংক্রান্ত জরিপের ভিত্তিতে কুও বলেছেন, অ্যাপলের নতুন “অ্যাডভান্সড-নোড সাপ্লায়ার হওয়ার ক্ষেত্রে ইনটেলের সম্ভাবনা গত কয়েক সপ্তাহে অনেক বেড়েছে।”
প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ লিখেছে, অ্যাপলের সঙ্গে ইনটেলের যে কোনো চুক্তিই বড় বিষয় হবে। কারণ প্রথম আইফোনের জন্য নিজেদের প্রসেসর সরবরাহের সুযোগটি হারিয়েছিল চিপ নির্মাতা কোম্পানিটি, যা ওই সময় বেশ আলোড়ন তুলেছিল।
বর্তমানে তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি’র সঙ্গে চুক্তি রয়েছে অ্যাপলের। আইফোন, আইপ্যাড ও ম্যাক-এর জন্য সিলিকন চিপ সরবরাহ করে কোম্পানিটি।
কুও বলেছেন, ইনটেলের সঙ্গে ‘নন-ডিসক্লোজার’ চুক্তির অধীনে কোম্পানিটির ‘১৮এপি পিডিকে ০.৯.১জিএ’ নামের চিপ প্রযুক্তি পাবে অ্যাপল। এই মুহূর্তে ইনটেলের কাছে ‘পিডিকে১.০/১.১’ নামের কিট দেওয়ার অপেক্ষায় রয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আসার কথা।
কুও বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকে ১৮এপি অ্যাডভান্সড নোডের ওপর তৈরি অ্যাপলের জন্য সবচেয়ে কম শক্তিশালী এম-সিরিজ চিপের সরবরাহ শুরু করতে পারে ইনটেল। তবে এসবই নির্ভর করছে অ্যাপল আসলে ‘পিডিকে ১.০/১.১’ কিট পাওয়ার পর কাজ কতটা মসৃণভাবে এগিয়ে নিয়ে যায় তার ওপর।
- ট্যাগ:
- প্রযুক্তি
- যন্ত্রাংশ
- চিপ উৎপাদন
- অ্যাপল
- ইনটেল