পুলিশের ‘গাফিলতিতে’ শেষ স্বর্ণ চোরাচালান তদন্ত
২০২৩ সালের ১৬ জুন কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার সময় জব্দ হওয়া সাড়ে ৯ কেজি স্বর্ণ চোরাচালান হয়ে দেশে ঢোকেনি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এই মামলার তদন্তে বেশকিছু বিষয় পাশ কাটিয়ে চূড়ান্ত প্রতিবেদনে 'তথ্যগত ভুল' উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে পিবিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মধ্যে মামলার তদন্তভার নিয়ে টানাপোড়েনের পর নতুন করে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় বিষয়টি ফের আলোচনায় এসেছে।
৭ কোটি ২২ লাখ টাকা মূল্যের ৮২০ ভরি স্বর্ণ জব্দের মামলায় গত বছরের ৭ এপ্রিল আসামিদের দায় অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন চট্টগ্রাম পিবিআই মেট্রো ইউনিটের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক।
আদালতের নথি অনুযায়ী, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর চলতি বছরের ৪ সেপ্টেম্বর বাদী, তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কোনো আপত্তি না থাকায় মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ ওই প্রতিবেদন গ্রহণ করেন। একইসঙ্গে প্রতিবেদনে উল্লেখিত ২৪ জন স্বর্ণ ব্যবসায়ীকে সাড়ে ৯ কেজি স্বর্ণ ফেরত দিতে আদেশ দেন আদালত।