You have reached your daily news limit

Please log in to continue


চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর

আমাদের অনেক দৈনন্দিন রুটিনের সঙ্গে এক কাপ গরম চা জড়িয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে, দুপুরের বিরতি অথবা শান্ত বিকেলে এক কাপ চা না হলে যেন চলেই না। কিন্তু চায়ের সঙ্গে আপনি কী খান বা পান করেন তা-ও গুরুত্বপূর্ণ। কিছু মিশ্রণ চায়ের হালকা স্বাদ বাড়ায় এবং এমনকী হজমে সহায়তা করে, আবার কিছু এর উপকারিতা কমাতে পারে বা পেট খারাপের কারণ পারে। সঠিক খাবার নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কিছু খাবার রয়েছে যেগুলো চায়ের সঙ্গে খাওয়া ক্ষতিকর। সেগুলো এড়িয়ে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

১. আয়রন সমৃদ্ধ বা প্রোটিন সমৃদ্ধ খাবার

চায়ে প্রাকৃতিকভাবে উপস্থিত ট্যানিন এবং অক্সালেট ডাল ও গাঢ় রঙের শাক-সবজিতে পাওয়া নন-হিম আয়রন এবং প্রোটিন শোষণে বাধা দেয়। চায়ের সঙ্গে এগুলো খেলে আয়রন গ্রহণ কমে যেতে পারে, যা উদ্ভিদ-ভিত্তিক আয়রনের ওপর নির্ভরশীলদের জন্য সমস্যার কারণ হতে পারে। যদি আপনি এই ধরনের খাবার খান, তাহলে কমপক্ষে এক বা দুই ঘণ্টা আগে বা পরে চা পান করা ভালো, একসঙ্গে নয়।

২. সাইট্রাস ফল ও ফলের সালাদ

সাইট্রাস ফল বা কাঁচা ফলের সালাদের সঙ্গে চা মিশিয়ে খেলে পেটে অ্যাসিডিটি বাড়তে পারে এবং হজমে অস্বস্তি হতে পারে। এছাড়াও অ্যাসিডিটি এবং ফলের শর্করা চায়ের ট্যানিনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে, যা স্বাদ এবং হজমে প্রভাব ফেলতে পারে। আপনার চা থেকে আলাদা করে ফল উপভোগ করুন বা চা শেষ করার পরে কিছু সময় অপেক্ষা করা ভালো।

৩. বেসন দিয়ে তৈরি বা ভাজা খাবার

বেশি ভাজা বা বেসন দিয়ে তৈরি করা খাবার বেশিরভাগ ক্ষেত্রেই চর্বিযুক্ত এবং ভারী হয়, যা চায়ের ট্যানিনের সঙ্গে মিশ্রিত হলে হজমে ব্যাঘাত ঘটাতে পারে। এই মিশ্রণগুলো পেট ফুলে যাওয়া বা অস্বস্তি বোধের কারণ হতে পারে, যা আপনার উষ্ণ কাপের আরামকে নষ্ট করে দিতে পারে। তাই মৃদু চা খাওয়ার সময় ভারী ও ভাজা খাবার এড়িয়ে চলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন