মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

রাতের ঠিক কোন সময়ে আলোটা পুরো ঘরে সমানভাবে পড়ে, সেটা অনেকেরই জানা নেই। কিন্তু মোশাররফ করিম সেটাই বুঝলেন এক অভিনব চরিত্রে অভিনয় করতে গিয়ে। দীর্ঘদিনের আনন্দ-হাসির অভিনেতা এবার দাঁড়ালেন একাকী মঞ্চের সামনে- স্ট্যান্ডআপ কমেডিয়ান হয়ে। 


শরাফ আহমেদ জীবনের নতুন ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’-এ এমন এক মানুষকে দেখা যাবে, যিনি জীবনের মাঝবয়সি ঝড়ঝাপটা, ছোট ছোট হতাশা আর অগোচরে জমে থাকা ক্লান্তিকে হাসির মোড়কে তুলে ধরেন। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত। শিগগিরই চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।


এ নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন গণমাধ্যমে বলেন, মানুষের জীবনে সব আলো সবসময় কাজে দেয় না—কখনো তীব্র আলোতে কিছুই দেখা যায় না, আবার অন্ধকারে তো আরও নয়। তাই তিনি বেছে নিয়েছেন ‘ডিমলাইট’—মৃদু আলো, যেখানে লুকিয়ে থাকা সমস্যাগুলোও চোখে পড়ে। দর্শককে সেই আলোয় দাঁড়িয়ে নিজের জীবন দেখতে শেখাতেই এই গল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও