ডেঙ্গু নিয়ন্ত্রণে ধানমন্ডিতে মশক নিধন অভিযান দক্ষিণ সিটির
ডেঙ্গু নিয়ন্ত্রণে বসতবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২৮ নভেম্বর) ডিএসসিসির ১৫নং ওয়ার্ড ধানমন্ডি এলাকায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়েছে। ডিএসসিসি প্রশাসক মাহমুদুল হাসান অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন সকাল ৬টায় শুরু হওয়া এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের নয়শোর বেশি পরিচ্ছন্নতা ও মশককর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও সেসব স্থানে মশার ওষুধ দেওয়া হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সংগঠন ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।