You have reached your daily news limit

Please log in to continue


নিলামে উঠছে অ্যাপল প্রতিষ্ঠা চুক্তির মূল দলিল

নিলামে বিক্রি হবে অ্যাপলের প্রতিষ্ঠার মূল নথিটি এবং এর দাম কয়েক লাখ ডলার হতে পারে।

১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’ প্রতিষ্ঠার জন্য যে লিখিত চুক্তিটি হয়েছিল তা এবার নিলামে তোলা হচ্ছে, যেখানে এর দাম প্রায় ৪০ লাখ ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের শুরুতে অ্যাপলের প্রতিষ্ঠার তিন পাতার এই মূল নথিটি নিলামে তুলবে ব্রিটিশ নিলাম কোম্পানি ‘ক্রিস্টি’স, যার নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শাখা রয়েছে।

নথিতে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রন ওয়েইনের স্বাক্ষরের পাশাপাশি তাদের সেই সময়ের অ্যাপল কোম্পানিতে থাকা অংশীদারিত্বের তথ্যও আছে। সেই অ্যাপলই এখন পরিণত হয়েছে চার ট্রিলিয়ন ডলারের বিশ্বের অন্যতম বড় কোম্পানিতে।

অ্যাপল প্রতিষ্ঠার নথিটি নিঃসন্দেহে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নথি হলেও চুক্তিটি দীর্ঘ সময়ের জন্য ছিল না। কারণ, এক বছরের কম সময়ের মধ্যে ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’ নাম থেকে ‘অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন’-এ পরিণত হওয়ার পর নিজের ১০ শতাংশ শেয়ার অন্য দুই সহ-প্রতিষ্ঠাতার কাছে বিক্রি করে দিয়েছিলেন ওয়েইন।

কোম্পানিটি তৈরি হওয়ার কেবল দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তা ছেড়ে দেন ওয়েইন। ২০১৬ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েইন বলেছিলেন, এ সিদ্ধান্তের জন্য তার কোনো অনুশোচনা হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন