বিপিএলে হঠাৎ নোয়াখালী কীভাবে দল পেল, ব্যাখ্যা দিল বিসিবি
২০২৬ বিপিএলের পাঁচটি চূড়ান্ত দলের নাম গত ৪ নভেম্বর ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘোষিত দলের মধ্যে ছিল রংপুর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। হুট করে নিলামের এক সপ্তাহে নতুন করে দল পেল নোয়াখালী। বিপিএলের ইতিহাসেই যা ব্যতিক্রম ঘটনা।
বিপিএলে বরাবরই চমকজাগানিয়া সব বিষয় ঘটে থাকে। এবার টুর্নামেন্ট শুরুর আগেই দেখা যাচ্ছে এমনই ঘটনা। নোয়াখালী দল পেতে একটি প্রতিষ্ঠান যখন শুরুতে চেষ্টা করেছিল, তখন বিসিবি তাদের আবেদন অনুমোদন দেয়নি। হঠাৎ নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি পেয়েছে দেশ ট্রাভেলস। কীভাবে নোয়াখালী প্রথমবারের মতো বিপিএলের দল পেল, সে ব্যাখ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু আজ সংবাদমাধ্যমকে তাঁর বিশদ ব্যাখ্যায় বলেছেন, ‘৫ দল চূড়ান্ত হওয়ার পর (ক্রিকেটারদের সংগঠন) কোয়াবের সঙ্গে বসেছিলাম। তারা অনুরোধ করেছিল ৬টা দল হলে অন্তত আরও ১৫–২০ স্থানীয় ক্রিকেটারের কিছু উপার্জন করার সুযোগ মেলে বিপিএল থেকে। তবে আমাদের ১০ কোটি টাকার শর্ত পূরণ না করলে তো নিতে পারি না। শেষ মুহূর্তে দেখলাম অনেকে আগ্রহ দেখাচ্ছিল। তিন দিন আগে তাদের আবার বলেছিলাম আগ্রহী হলে টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে। অনেক ব্যাংক গ্যারান্টির জায়গায় ক্যাশ টাকা দিয়েছে। আর্থিক বিষয় দেখেই তাদের যুক্ত করেছি। এটা আমাদের বিবেচনা করেছি স্থানীয় ১৫–১৬ ক্রিকেটারদের সুযোগ বিবেচনা করে।’