শিগগির গঠিত হচ্ছে এনসিপির উপদেষ্টা পরিষদ, শুরু ১০ জন দিয়ে
জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এরই মধ্যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। বর্তমানে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ঘিরে ব্যস্ত সময় পার করছেন। এমন অবস্থায় শিগগির গঠিত হচ্ছে এনসিপির উপদেষ্টা পরিষদ। বিভিন্ন বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণে মতামত ও পরামর্শ পেতে অভিজ্ঞদের নিয়ে এ পরিষদ গঠন করা হচ্ছে। যাতে শুরুতে ১০ জন জায়গা পেতে পারেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। এজন্য শেষ করেছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি। সারাদেশ থেকে প্রায় দেড় হাজার আগ্রহী ব্যক্তি তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন চলছে সাক্ষাৎকার নেওয়া। অন্যদিকে, সাংগঠনিকভাবে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজতে সার্চ কমিটি গঠনের প্রায় সাত মাস পর এ বিষয়ে দলটি চূড়ান্ত পর্যায়ে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের তফসিল ঘোষণার আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ সামনে আসতে পারে।
এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, উপদেষ্টা পরিষদের আকার প্রাথমিকভাবে ৫১ সদস্যের হওয়ার কথা থাকলেও তারা এখন বিভিন্ন বিষয় সামনে রেখে এত বড় পরিষদ গঠন করতে চাইছেন না। পরিষদ গঠনের কাজটি খুব সতর্কভাবে করা হচ্ছে। যারা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, বিতর্ক নেই এবং এনসিপির দলীয় আদর্শ ও জুলাই স্পিরিট ধারণ করবেন, এমন ব্যক্তিদের এ পরিষদে রাখা হবে।
এনসিপির একটি নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে জানায়, শুরুতে ১০ জনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। তবে এর আকার পরে বাড়বে। দেশের অনেক স্বনামধন্য ব্যক্তি এ পরিষদে আসতে চাচ্ছেন, কিন্তু বিতর্ক এড়াতে তাদের বাছাইয়ের কাজটি খুবই সতর্ক এবং গোপনীয়ভাবে করছে দল। পরিষদে কারা আসতে পারেন, এমন সম্ভাব্য ব্যক্তিদের তালিকা এরই মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের কাছে দেওয়া হয়েছে। এখন তিনি এসব ব্যক্তির সঙ্গে আলাদাভাবে কথা বলছেন।