You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্যকর কিছু খাবার, যা আসলে হার্টের জন্য ক্ষতিকর

স্বাস্থ্যকর বলে ডাকা অনেক খাবারে আপনার হার্টের জন্য আশ্চর্যজনক ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, বিশেষ করে যদি আপনার নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা থাকে অথবা হৃদরোগের কারণে ওষুধ গ্রহণ করে থাকেন। হৃদরোগ বিশেষজ্ঞ দিমিত্রি ইয়ারানোভ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে এই বাস্তবতা তুলে ধরেছেন। সবাই যে খাবারগুলোকে স্বাস্থ্যকর বলে অভিহিত করে তা আসলে আপনার হার্টের ক্ষতি করতে পারে। আমাদের হৃদপিণ্ড, কিডনি এবং ওষুধ শরীরের লবণ, পটাসিয়াম এবং বিপাক নিয়ন্ত্রণের পদ্ধতি পরিবর্তন করে। চলুন জেনে নেওয়া যাক কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে, যেগুলো আসলে হার্টের জন্য ক্ষতিকর-

১. কলা

কলা সমৃদ্ধ পটাসিয়াম সমৃদ্ধ মিষ্টি স্বাদের ফল। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, যাদের কিডনির কার্যকারিতা দুর্বল বা যারা স্পিরোনোল্যাকটোন বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটরস (ARNI) এর মতো পটাসিয়াম-স্পেয়ারিং ওষুধ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কলা থেকে পটাসিয়াম কার্যকরভাবে নির্গত না-ও হতে পারে। অতিরিক্ত পটাসিয়াম রক্তপ্রবাহে জমা হতে পারে, যা হৃদপিণ্ডের জন্য ক্ষতির কারণ হতে পারে।

২. পালং শাক

পালং শাক ভিটামিন, ফাইবার এবং খনিজ পদার্থে সমৃদ্ধ, যা সাধারণত একটি সুপারফুড হিসাবে পরিচিত। তবুও এর উচ্চ পটাসিয়াম উপাদান সেই ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যাদের অঙ্গ বা ওষুধ ইলেক্ট্রোলাইট নিয়ন্ত্রণ ব্যাহত করে। পালং শাকে প্রচুর ভিটামিন কে থাকে, যা ওয়ারফারিন থেরাপির ওপর সরাসরি প্রভাব ফেলে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে যে, অ্যান্টিকোয়াগুলেন্ট গ্রহণকারীদের ক্ষেত্রে, ভিটামিন কে গ্রহণের আকস্মিক বৃদ্ধি বা হ্রাস INR নিয়ন্ত্রণকে অস্থিতিশীল করতে পারে, যার ফলে রক্তপাত বা জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধি পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন