চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে স্কপের অবরোধ
চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের দেওয়ার ‘পাঁয়তারা’ এবং লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
বুধবার সকাল ১০টা থেকে নগরীর তিনটি পয়েন্টে অবস্থান নিয়ে বন্দর অবরোধ কর্মসূচি শুরু করেন স্কপের নেতাকর্মীরা।
তাদের এ কর্মসূচিতে সমর্থন দিচ্ছে বাম গণতান্ত্রিক জোট এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
চট্টগ্রাম বন্দর ও আশেপাশের এলাকায় সভা সমাবেশের ওপর পুলিশি নিষেধাজ্ঞা থাকায় বন্দরে প্রবেশের তিনটি পয়েন্ট বড়পুল মোড়, সিম্যান্স হোস্টেল গেইপ এবং বনবদর টোল প্লাজার মোড়ে অবস্থান নিয়েছেন স্কপের কর্মীরা।
তারা সকাল ১০টার পর বন্দর টোল প্লাজার সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাদের অবরোধের কারণে বন্দরমুখী কভার্ডভ্যান, ট্রাক, ট্রেইলার চলাচল বন্ধ হয়ে যায়।
ওই এলাকায় অবস্থান নেওয়া স্কপ নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে আন্দোলন করছি। তিনটি স্থানে আমাদের অবরোধ চলছে।”