রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে লাগা আগুন সম্পূর্ণ নিভেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে ১ হাজার ৫০০ ঘরবাড়ি।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
খুদে বার্তায় ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, কড়াইল বস্তির আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এই ঘটনায় কোনো হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।