You have reached your daily news limit

Please log in to continue


মৃত্যুফাঁদ ঢাকা : ভূমিকম্প ও বাস্তবতা

ভূমিকম্প উড়ে এসে জুড়ে বসা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। ১৬৪২ সালের ঐতিহাসিক সিলেট ভূমিকম্প থেকে শুরু করে ১৭৬২ সালের চট্টগ্রাম ভূমিকম্প হয়ে ১৯৫০ সালের আসাম ভূমিকম্পে ভূখণ্ডকে বারবার নাড়িয়ে দিয়ে গিয়েছে। কিন্তু গেল কয়েক বছরে এ অঞ্চলে বিজ্ঞানীদের প্রবল ভূমিকম্পের শঙ্কা ও ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবার জনমনে ভয় বাড়িয়ে দিয়েছে আগের থেকে বহুগুণে।

ভূমিকম্প নিয়ে বিজ্ঞানীরা কী বলেছেন?

বিজ্ঞানীরা একাধিক গবেষণায় সতর্ক করে বলছেন, বাংলাদেশের চারপাশের সক্রিয় ফল্টগুলো বিশেষ করে ডাউকি ফল্ট, শিলং প্ল্যাটো অঞ্চল এবং ইন্দো-বার্মা সাবডাকশন জোনে বহু বছর ধরে চাপ জমে আছে। এই সঞ্চিত শক্তি যেকোনো সময় মাঝারি থেকে প্রবল মাত্রার ভূমিকম্পে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলে ৭-৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক পরিস্থিতি আগে থেকেই রয়েছে। সাম্প্রতিক ছোট ও মাঝারি কম্পনগুলোও ভূগর্ভে আসন্ন ভূমিকম্পের সক্রিয়তার ইঙ্গিত দেয়। বাংলাদেশ বাদেও জাপান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, চিলি, নেপালসহ বহু দেশ আছে যারা এমন বা এর থেকেও বহুগুণে আসন্ন বিপদ সাথে নিয়েই অবস্থান করে। আতঙ্কের উৎস কী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন