গ্রুপ চ্যাট চালু করলো চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫০

আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি এবার নতুন সুবিধা চালু করছে। তাতে নতুনভাবে যুক্ত হলো গ্রুপ চ্যাট। ওপেন এআই জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার আলোচনায় ২০ জনকে যোগ করতে পারবেন। অর্থাৎ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন।


দ্য ভার্জ-এর বরাতে জানা যায়, এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত। ভ্রমণ পরিকল্পনা, ডিনারের আয়োজন, প্রজেক্টের খসড়া তৈরি বা যে কোনো যৌথ কাজ সহজ করতে গ্রুপ চ্যাট উপকারী হবে। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথনের প্রবাহ বুঝে কখন কথা বলবে এবং কখন নীরব থাকবে তা নির্ধারণ করবে। চাইলে কথপোকথনে ‘ChatGPT’ উল্লেখ করলে বট সরাসরি হাজিরও হবে ওই চ্যাটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও