ইউরিন ইনফেকশন হলে কেন বারবার ক্র্যানবেরি জুস খাওয়া উচিত
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বারবার হওয়া মানে শরীরের কোনো একটি সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে, যা সময়মতো ঠিক না করলে ইনফেকশন বারবার ফিরে আসে। অর্থাৎ প্রস্রাবের পথে সংক্রমণ এমন একটি সমস্যা, যা একবার হলে অধিকাংশ মানুষেরই বারবার হতে থাকে। এই পুনরাবৃত্তি কেন্দ্র করে ক্র্যানবেরি জুসকে নিয়ে চিকিৎসক ও গবেষকদের আগ্রহ দীর্ঘদিনের।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ক্র্যানবেরি জুস ইউটিআই কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এ সমস্যা তুলনামূলক অনেক বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞান বলছে— কিছু নির্দিষ্ট বিষয় ইউটিআইকে বারবার ফিরে আসতে সাহায্য করে পানি কম খাওয়ার কারণ, প্রস্রাব আটকে রাখা, সহবাসের পর যথাস্থানে পরিষ্কার না করা, শরীরে ইস্ট্রোজেনের ঘাটতি, যা মেনোপজের পর বেশি দেখা যায় এবং শরীরে ব্যাকটেরিয়াল ভারসাম্য নষ্ট হওয়া। এসব কারণে ব্লাডার ও ইউরিনারি ট্র্যাক্টে এমন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে ই. কোলাই ব্যাকটেরিয়া সহজেই ইনফেকশন ঘটায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ইউরিনারি ইনফেকশন