বোরকা পরে সংসদে যাওয়া সেই সিনেটরকে বরখাস্ত করেছে অস্ট্রেলিয়া
জনসমক্ষে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করার আবেদন করেছিলেন পলিন হ্যানসন। তবে তার বিল উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি। এরপরই তিনি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেন। এই ঘটনায় বর্ণবাদের অভিযোগে নিন্দা ছড়িয়ে পড়েছে। এমনকি বরখাস্ত হয়েছেন সিনেটর হ্যানসন।
২০১৭ সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন হ্যানসন। অভিবাসনবিরোধী রাজনীতির জন্য পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি করে আসছেন। তবে তার দাবিকে কট্টরপন্থি ভাবনা বলছেন অনেক সিনেটর।
সোমবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি করেন ওয়ান নেশন পার্টির হ্যানসন। প্রতিবাদস্বরূপ পূর্ণ বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন। তার এই আচরণ তৎক্ষণাৎ চেম্বারের ভেতরে ক্ষোভ ও হতবাক প্রতিক্রিয়া তৈরি করে। মঙ্গলবার তাকে সাতটি অধিবেশন দিনের জন্য সাময়িক বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বোরকা নিষিদ্ধ