যেভাবে ব্যবহার করবেন ই-পারিবারিক আদালত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৩১
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে ই-পারিবারিক আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
ই-পারিবারিক আদালতের মাধ্যমে ডিজিটাল নথি ব্যবস্থাপনা, ঘরে বসে সেবা গ্রহণ, অনলাইন শিডিউলিংয়ের মতো নানান সুবিধা মিলবে।
২৪ নভেম্বর এ সেবা উদ্বোধন করা হয়।
ই-পারিবারিক আদালত পোর্টাল চালু হওয়াতে এখন পারিবারিক মামলা দায়ের, নথি জমা এবং শুনানি সবকিছু অনলাইনে করা যাবে। এখন আর কোর্ট–কাছারিতে শুধু হাজিরা দেওয়ার জন্য যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই হাজিরা দেওয়া যাবে।
মামলার প্রতি তারিখ খুদে বার্তা ও ই–মেইলের মাধ্যমে জানতে পারবেন মামলার সংশ্লিষ্ট সবাই। আদালতের কর্মচারীদেরও এখন থেকে আর একই কাজ বারবার করতে হবে না।