তানজিন তিশাকে গভীর রাতে কল দিয়ে বিরক্ত করতেন ভারতের সেই প্রযোজক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৩২

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ‘যুগল শাড়ি’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন অভিযোগ, ভারতীয় এক প্রযোজকের সঙ্গেও প্রতারণা করেছেন তিশা। কলকাতার সিনেমা ‌‘ভালোবাসার মরশুম’ -এর প্রযোজক শরীফ খান এই দাবি করেছেন।


তিনি অভিযোগ করে বলেন, তিশা তার প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন।


এদিকে এই অভিযোগের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন তিশা। গণমাধ্যমকে তিনি বলেন, অভিযোগ পুরোই ভিত্তিহীন। বরং ওই প্রযোজক প্রায়ই গভীর রাতে তাকে কল দিয়ে বিরক্ত করতেন। তার ভাষ্য, ‘আমাকে চুক্তির সময়ে এক তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস অন্য কোনো কাজ করিনি। চুক্তিতে স্পষ্ট লেখা, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরতযোগ্য নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও