ভূমিকম্প হলে কি সত্যিই বাথরুম নিরাপদ আশ্রয়?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:২৩
সম্প্রতি বাংলাদেশে হওয়া ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্ন প্রায়ই ঘুরে ফিরে আসছে ‘ভূমিকম্পের সময় কি সত্যিই বাথরুম সবচেয়ে নিরাপদ স্থান?’ অনেকেই আবার পরামর্শ দিচ্ছেন, ভূমিকম্প শুরু হলে দৌড়ে বাথরুমে ঢুকে যেতে। কিন্তু এই ধারণা কতটা বৈজ্ঞানিক? আসলে কি বাথরুম সত্যিই নিরাপদ? নাকি এটি কেবল ভুল ধারণা? চলুন জেনে নেই বিস্তারিত।
‘বাথরুম নিরাপদ’ কথাটি কোথা থেকে এলো?
পুরোনো ভবনগুলোর বাথরুম সাধারণত ভবনের পিলারের কাছে থাকে এবং অনেক ক্ষেত্রে বাথরুমের দেয়াল অন্যান্য কক্ষের তুলনায় কিছুটা মোটা হয়। সে কারণেই অনেকের ধারণা বাথরুমের দেয়াল মজবুত ও ছাদ তুলনামূলক বেশি শক্ত তাই ভূমিকম্পে সহজে ভেঙে পড়ে না। এই ধারণার পেছনে কিছু সত্যতা আছে, তবে বিষয়টি পুরোপুরি নির্ভরযোগ্য নয়।
- ট্যাগ:
- লাইফ
- ভূমিকম্প
- ভূমিকম্পের পূর্ভাবাস