এবার নিজের ঘরেই হবে ভার্চুয়াল আড্ডা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:০২
মেটা তাদের ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) দুনিয়ায় বড় পরিবর্তন আনছে। এত দিন মেটার হাইপারস্কেপ প্রযুক্তি ব্যবহার করে নিজের ঘরের ভার্চুয়াল রূপ কেবল একা একাই দেখা যেত। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছে নতুন সুবিধা। বন্ধুবান্ধবকে নিয়ে একই ভার্চুয়াল রুমে আড্ডা দেওয়া যাবে।
মেটার ব্লগ পোস্টে জানানো হয়েছে, হাইপারস্কেপ রুমে এখন থেকে সর্বোচ্চ আটজন একসঙ্গে প্রবেশ করতে পারবেন। ভবিষ্যতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কোয়েস্ট থ্রি বা কোয়েস্ট থ্রি এস হেডসেট ব্যবহার করে ঘরের প্রতিটি কোণ স্ক্যান করে যে ডিজিটাল কপি তৈরি হয়। সেখানে আগে কেবল একা সময় কাটানো যেত। এখন একটি বিশেষ লিংক শেয়ার করলেই বন্ধুরা নিজের ভিআর হেডসেট বা মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করে সেই ভার্চুয়াল ঘরে ঢুকে পড়তে পারবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভার্চুয়াল রিয়ালিটি