You have reached your daily news limit

Please log in to continue


এআই মোডে বিজ্ঞাপন দেখাতে শুরু করছে গুগল

গুগলের এআই মোডে কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে তা এবার স্পষ্ট হলো। এসইও কনসালটেন্ট ব্রোডি ক্লার্ক সম্প্রতি লক্ষ্য করেন, জেমিনাই চালিত এআই মোডে সার্চ রেজাল্টের নিচের দিকে ‘স্পনসর্ড’ লেবেলযুক্ত বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এগুলো দেখতে চ্যাটবটের অন্যান্য উত্তরের মতোই। পার্থক্য শুধু স্পনসর্ড ট্যাগ যুক্ত।

ক্লার্ক একে ‘প্রথমবার’ দাবি করলেও গুগল বলছে, এ ধরনের পরীক্ষা চলতি বছরজুড়েই চলছে।

এক মুখপাত্র বলেন, “এআই মোডে বিজ্ঞাপন দেখা নতুন কিছু নয়, এটি আমাদের কয়েক মাস ধরে চলমান পরীক্ষার অংশ।”

গত মে মাসে গুগল আনুষ্ঠানিকভাবে এআই মোডে বিজ্ঞাপন আনার পরিকল্পনার কথা প্রকাশ করে।

কোম্পানিটি প্রযুক্তি সাইট নাইনটুফাইভ গুগল-কে আরও বলেছে, এআই মোডে পুরোপুরি বিজ্ঞাপন সংযুক্ত করার এখনো কোনো পরিকল্পনা নেই।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, বর্তমানে এআই মোডে অর্গানিক লিংক স্পনসর্ড লিংকের তুলনায় বেশি অগ্রাধিকার পাচ্ছে। তবে বিজ্ঞাপন যুক্ত হওয়ার পর ভবিষ্যতে তা কতটা সম্প্রসারিত হবে সেটি নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ বাড়ছে। এআইকে যেহেতু ব্যক্তিগত সহকারী হিসেবে তুলে ধরা হয় সেখানে অতিরিক্ত বিজ্ঞাপন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে জটিল করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন