You have reached your daily news limit

Please log in to continue


হেরাথের রেকর্ড ছুঁয়ে ২৫০ উইকেট তাইজুলের

মিরপুর টেস্টের প্রতিটি দিন যেন তাইজুল ইসলামের জন্য নতুন উচ্চতায় ওঠার পালা। সাকিব আল হাসানকে ছুঁয়ে, তাকে ছাড়িয়ে দেশের ক্রিকেটের সেরা হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটেও একটি জায়গায় তিনি এখন সবার ওপরে। বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়।

এই রেকর্ডে অবশ্য তিনি একা নন। স্পর্শ করেছেন তিনি বাঁহাতি স্পিনের গ্রেট এবং বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাথকে। টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে সবচেয়ে কম টেস্টে ২৫০ নেওয়ার কীর্তি এখন যৌথভাবে এই দুজনের।

৫৭ টেস্টে এই ঠিকানা ছুঁলেন তাইজুল। হেরাথেরও লেগেছিল ৫৭ টেস্ট।

এমনকি ইনিংসের দিক থেকেও দুজন এখন পাশাপাশি। ২৫০ উইকেট পর্যন্ত যেতে ১০২ ইনিংস লেগেছিল হেরাথের। তাইজুলেরও লাগল ঠিক ১০২ ইনিংসই।

হেরাথের আগে রেকর্ডটি ছিল বিষেন সিং বেদির। সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন বলে বিবেচিত এই ভারতীয় ৬০ টেস্টে ছুঁয়েছিলেন ২৫০। ৬২ টেস্ট লেগেছিল রাভিন্দ্রা জাদেজার।

এই টেস্টে একের পর এক মাইলফলকের পথ ধরেই ছুটছেন তাইজুল। প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন তিনি সাকিব আল হাসানের উইকেট সংখ্যা। দ্বিতীয় ইনিংসে শনিবার সাকিবকে টপকে হয়ে যান দেশের সফলতম টেস্ট বোলার। সাকিবের কাছ থেকে পেয়েছেন অভিনন্দনও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন