You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ ব্যাংকে বন্ধ হল সঞ্চয়পত্রসহ নাগরিক সেবা

বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব অফিস থেকে জাতীয় সঞ্চয়পত্র কেনা-বেচা, ভাঙানোসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ হল রোববার থেকে।

এখন থেকে প্রাইজবন্ড, ছেঁড়া-ফাটা নোট বদল, এ-চালানসহ সকল প্রকার সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস থেকে এসব কর্যক্রম ২০ নভেম্বর থেকে বন্ধ থাকবে।

শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকে নাগরিকদের এ সেবা বন্ধ হয়ে গেল।

দীর্ঘদিন ধরে চলা এ সেবা বন্ধ করার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের ব্যখ্যা হল, “কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এই সকল সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে জনসাধারণকে এসব সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।’’

কোনো প্রকার হয়রানি ও ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে সেবা পাওয়া যাওয়ায় বাণিজিক্য ব্যাংকের বদলে কেন্দ্রীয় ব্যাংক থেকেই এসব সেবা নিতে গ্রাহকরা স্বাচ্ছন্দ বোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন