এবি ব্যাংকের ‘গোপন’ মন্দ ঋণ, খেলাপি বেড়ে ৮৪ শতাংশ

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:২০

এবি ব্যাংকের খেলাপি ঋণ নজিরবিহীনভাবে বেড়ে প্রায় ৮৪ শতাংশে পৌঁছেছে। এতে দেশের প্রথম বেসরকারি ব্যাংকটির দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার কারণে আর্থিক সংকট সামনে এসেছে।


ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিকের সর্বশেষ বিবরণী অনুযায়ী, এবি ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল ৩৫ হাজার ৯৮২ কোটি। এর মধ্যে ৩০ হাজার ১৩৮ কোটি সময়মতো আদায় করা যায়নি এবং তা আনুষ্ঠানিকভাবে খেলাপি ঋণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।


২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১০ হাজার ১১৫ কোটি, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৩১ শতাংশ। কর্মকর্তারা বলছেন, এ বছর খেলাপি ঋণ এত বেশি হওয়ার কারণ আগের ২০ হাজার ২৩ কোটি 'গোপন করা' বা প্রকাশ না করা খেলাপি ঋণ সেপ্টেম্বর প্রান্তিকে দেখানো হয়েছে।


এমন সময়ে এ তথ্য সামনে এলো যখন সরকারের ব্যাংকিং রিফর্ম টাস্কফোর্সের সুপারিশে একটি বিদেশি অডিট ফার্ম এবি ব্যাংকের ফরেনসিক অডিট করছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অডিটর ইতোমধ্যে ব্যাংকটির সম্পদের গুণগত মান পর্যালোচনা করেছে। যেখানে ঋণ সঠিকভাবে শ্রেণিবিন্যাস করা হয়েছে কি না তা যাচাই করা হয়।


অডিটর খুব শিগগিরই পুরো প্রতিবেদন জমা দেবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও