সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল
সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে কেবল ১ উইকেটের অপেক্ষা ছিল তাইজুল ইসলামের। সেই অপেক্ষা ফুরোল আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনে। সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তাইজুলের।
বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারের শেষ বলে কুইকার ডেলিভারিতে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নিকে (১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। আম্পায়ার দ্রুত আঙুল তুলে দেওয়ার পর রিভিউ নিয়েছেন বলবার্নি। শেষ পর্যন্ত আইরিশ অধিনায়ক আউট হয়েছেন। তাতে ২৪৭ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী এখন তাইজুল। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ২৪৬।
দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরুর চতুর্থ ওভারেই উইকেট হারায় স্বাগতিকেরা। ৪১তম ওভারের দ্বিতীয় বলে সাদমান ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। ১১৯ বলে ৭ চারে করেন ৭৮ রান। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে সাদমান-মুমিনুলের ৫৪ রানের জুটি। চার নম্বরে নেমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১ রানে।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট ক্রিকেট
- উইকেট শিকার
- তাইজুল ইসলাম