শীতের শুরুতেই গলাব্যথা, শুষ্ক কাশি? জেনে নিন ঘরোয়া সমাধান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:২৪

শীতের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তির প্রথম লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে গলা এবং বুকে অনুভূত হয়। শুষ্ক, দূষিত বাতাসে সহজে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে, অনেকে স্বাভাবিকের চেয়ে বেশি কাশতে শুরু করেন; কেউ আবার গলায় জ্বালা, মাথাব্যথা বা বুকে ভারী বোধ করেন। এক্ষেত্রে আমাদের রান্নাঘরে থাকা কিছু মসলা প্রাকৃতিক উপায়ে উপশম দিতে পারে। শীতের মৌসুমে গলা এবং বুক প্রশমিত করতে সহায়তা করে এমন কিছু ভেষজ ও মসলা সম্পর্কে জেনে নিন-


১. হলুদ


গলা এবং বুকের অস্বস্তির জন্য হলুদ বা হলুদ সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানের মধ্যে একটি। ২০২৩ সালের একটি গবেষণাপত্র অনুসারে, এর প্রাকৃতিক প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দূষিত বাতাসের কারণে সৃষ্ট জ্বালা প্রশমিত করতে সহায়তা করে। উষ্ণ হলুদ পানি বা হলুদ দুধ গলায় আবরণ তৈরি করে, যা শুষ্কতা কমাতে এবং তাৎক্ষণিক উষ্ণতা প্রদান করতে পারে। হলুদ কফ কমাতে এবং বায়ুবাহিত জ্বালাপোড়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।


২. আদা


আদার উষ্ণতা বৃদ্ধির বৈশিষ্ট্য রয়েছে যা দূষিত বাতাসের কারণে গলা ব্যথা বা বুক ভারী হওয়া রোধে অত্যন্ত কার্যকর। ২০১৮ সালের একটি গবেষণাপত্র অনুসারে, এটি শ্বাসনালীতে প্রদাহ কমাতে সাহায্য করে, শ্লেষ্মা পরিষ্কার করতে সহায়তা করে এবং ক্রমাগত কাশি থেকে মুক্তি দেয়। আদা চা পান করুন বা মধু দিয়ে কাঁচা আদার একটি ছোট টুকরো চিবিয়ে খান। এতে এ ধরনের সমস্যা অনেকটাই দূর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও