যুক্তরাষ্ট্রের আরও ৫ শহরে আসছে স্ব-চালিত ওয়েইমো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডার পাঁচটি নতুন শহরে চালু হচ্ছে গুগলের স্ব-চালিত গাড়ি কোম্পানি ওয়েইমো’র সেবা।


টেক্সাস ও ফ্লোরিডার মায়ামি, ডালাস, হিউস্টন, সান অ্যান্টোনিও ও অরল্যান্ডো শহরে স্ব-চালিত গাড়ি আগামী বছর থেকে যাত্রা শুরু করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।


অ্যালফাবেটের মালিকানাধীন কোম্পানিটি বলেছে, মায়ামিতে মঙ্গলবার থেকে যাত্রী ছাড়া এ কার্যক্রম শুরু হবে। বাকি চার শহরে পরবর্তী ‘কয়েক সপ্তাহে’ এই ধাপ শুরু হবে। এ ধাপে যাত্রী ছাড়া ওয়েইমোর বিভিন্ন গাড়ি এসব শহরে ঘুরে বেড়াবে, যাতে স্থানীয় ট্রাফিক নিয়ম, রাস্তার বিভিন্ন চ্যালেঞ্জ চিনে গাড়ি চালানোর অ্যালগরিদম ঠিক করতে পারে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও