২৬৫ রানে অলআউট আয়ারল্যান্ড, ফলোঅন করালো না বাংলাদেশ
ফলোঅন এড়াতে ১১ রান বাকি থাকতেই প্রথম ইনিংসে ২৬৫-তে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। তবে মিরপুর টেস্টে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে গেছে বাংলাদেশ, ২১১ রানে এগিয়ে থেকে।
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় উইকেট হারায়নি।
তবে ৫৯তম ওভারে জোড়া আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ওভারের প্রথম বলে সেট ব্যাটার স্টিফেন দোহেনিকে (৪৬) বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। এক বল পর তিনি বোল্ড করেন নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকেও। ১৭৫ রানে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড।
অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন লরকান টাকার আর জর্ডান নেইল। হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৯) থাকা নেইলকে আউট করে এই জুটি ভাঙেন এবাদত। এরপর আর বেশিদূর এগোতে পারেনি আয়ারল্যান্ড। ৮৮.৩ ওভারে অলআউট হয় ২৬৫ রানে। ৭৫ রানে অপরাজিত থেকে যান টাকার।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- বাংলাদেশ-আয়ারল্যান্ড