বড় লিডের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৫

মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রানের সংগ্রহ গড়া বাংলাদেশ চেপে ধরেছে আয়ারল‍্যান্ডকে। হাসান মুরাদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের স্পিন আশা জাগিয়েছে বড় লিডের। 


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৯৮।  ৩৩ বলে ১১ রানে খেলছেন লর্কান টাকার। ২১ বলে ২ রানে ব‍্যাট করছেন অভিষিক্ত স্টিভেন ডোহেনি। 


ফলোঅন এড়াতে এখনও ১৭৯ রান চাই সফরকারীদের। 


প্রথম দিন থেকেই উইকেটে স্পিনারদের জন‍্য যথেষ্ট সহায়তা রয়েছে। দিন দিন সেটা বাড়ছে। তাই তৃতীয় দিন আইরিশ ব‍্যাটসম‍্যানদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। 


সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):


বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬ 


আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক‍্যাম্ফার ০, টাকার ১১*, ডোহেনি ২*; ইবাদত ৫-১-১০-০, খালেদ ৬-০-৩০-১, তাইজুল ১২-১-৩২-১, মুরাদ ১০-৩-১০-২, মিরাজ ৩-০-১১-১, মুমিনুল ১-১-০-০)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও