স্বীকারোক্তি দিতে চেয়েও খাসকামরায় গিয়ে মত পাল্টালেন তিন আসামি

প্রথম আলো প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ২২:৫৩

পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে আসার আগে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। কিন্তু বিচারকের খাসকামরায় গিয়ে জবানবন্দি দিতে অস্বীকার করেন।


আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন মো. ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ।


১১ নভেম্বর রাতে ফারুক, রবিন, শামীম ও রুবেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মামুন হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। ১২ নভেম্বর অস্ত্র মামলায় তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৬ নভেম্বর মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও