রপ্তানি আয় বাড়বে কীভাবে

প্রথম আলো মামুন রশীদ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:০২

‘মেড ইন বাংলাদেশ’ পণ্য যে ধীরে ধীরে বিশ্ববাজারে স্থান করে নিয়েছে, তার পেছনে যেমন রয়েছে আমাদের স্থানীয় উদ্যোক্তাদের উদ্যমী ভূমিকা, অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর অভিনব ও প্রয়োজনীয় অর্থায়ন কাঠামো, তেমনি রয়েছে শ্রমিকের ঘাম-শ্রম আর ক্রেতাদের আন্তর্জাতিক নিয়মকানুনের প্রতি সংবেদনশীলতা।


আমরা জানি, রপ্তানি বাণিজ্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অন্যতম উৎস। যেকোনো বিকাশমান দেশের জন্যই বৈদেশিক মুদ্রায় আয় সক্ষমতা বৃদ্ধি সমৃদ্ধি বাড়ায়। ইদানীং বৈশ্বিক নানা বাধা ও অভ্যন্তরীণ সংকটের কারণে আমাদের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে দেশ থেকে ৩৮২ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ৪১৩ কোটি ৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সে হিসাবে গত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও