কাস্টমস ও ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ বেরোল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৪৯

বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে কাস্টমস ও মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর আদায়কারী সংস্থাটি।


এর আগে অক্টোবরের মাঝামাঝিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণও প্রকাশ করেছিল এনবিআর।


সংস্থাটি বলছে, মূল্য সংযোজন কর আইন, কাস্টমস আইন এবং আয়কর আইন এবং এ তিনটি আইনের অধীনে প্রণীত বিধিমালাগুলোর ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ না থাকায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছিলেন।


তাদের দাবির মুখে এই তিন আইনেরই ইংরেজি সংস্করণ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এই তিন আইনের অধীন বিধিমালাগুলোরও ইংরেজি সংস্করণ বেরিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও