কাস্টমস ও ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ বেরোল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৪৯
বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে কাস্টমস ও মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর আদায়কারী সংস্থাটি।
এর আগে অক্টোবরের মাঝামাঝিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণও প্রকাশ করেছিল এনবিআর।
সংস্থাটি বলছে, মূল্য সংযোজন কর আইন, কাস্টমস আইন এবং আয়কর আইন এবং এ তিনটি আইনের অধীনে প্রণীত বিধিমালাগুলোর ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ না থাকায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছিলেন।
তাদের দাবির মুখে এই তিন আইনেরই ইংরেজি সংস্করণ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এই তিন আইনের অধীন বিধিমালাগুলোরও ইংরেজি সংস্করণ বেরিয়েছে।