You have reached your daily news limit

Please log in to continue


১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট স্বাগতিকরা ৩৮৭ রান করেছে।

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।

বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন