অস্ট্রেলিয়ায় কিশোর বয়সীদের সোশাল অ্যাকাউন্ট বন্ধের পথে

বিডি নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:১৪

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে তাদের ইনস্টাগ্রাম, ফেইসবুক ও থ্রেডস অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা এসেছে।


এ তিন প্ল্যাটফর্মের মালিক মেটা জানিয়েছে, যেসব ব্যবহারকারীর বয়স ১৩ থেকে ১৫ বছর বলে মনে করা হচ্ছে, তাদের অ্যাকাউন্ট আগামী ৪ ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু হবে।


বিবিসি লিখেছে, টেক্সট, ইমেইল ও ইন-অ্যাপ মেসেজের মাধ্যমে কিশোর বয়সীদের এ বার্তা দেওয়া হচ্ছে।


অস্ট্রেলিয়ায় কিশোর বয়সীদের সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। এই সিদ্ধান্ত টিকটক, ইউটিউব, এক্স, রেডিটসহ আরও কয়েকটি প্ল্যাটফর্মকে প্রভাবিত করবে।


প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, এই ‘বৈশ্বিক অগ্রণী’ নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ‘শিশুদের শিশু থাকতে দেওয়া’। মেটাসহ অন্য কোম্পানিগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও বলছে, তারা আইন মেনে চলবে।


অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার অনুমান অনুযায়ী, সে দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে দেড় লাখ কিশোর কিশোরী ফেইসবুকে এবং সাড়ে তিন লাখ ইনস্টাগ্রামে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও