ফরিদপুরে যেসব প্রার্থীর সঙ্গে লড়াই হবে বিএনপির

যুগান্তর ফরিদপুর জেলা প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম ফরিদপুরের চারটি সংসদীয় আসন। এ চার আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। বিভিন্ন দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ফলে জেলাজুড়ে এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। 


চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা প্রচারে এগিয়ে রয়েছেন। ফরিদপুর-১ আসনে বিএনপি তাদের দলীয় কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। শোনা যাচ্ছে, জোটের প্রার্থীকে এ আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। এ আসন ছাড়া অন্য তিনটি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এদিকে জামায়াতে ইসলামী চারটি আসনেই ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে।  


ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে বিএনপির চার প্রার্থী মনোনয়ন চেয়ে প্রচারণা চালাচ্ছিলেন। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ-সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, ছাত্রদল নেতা জয়দেব রায়সহ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে কেন্দ্র থেকে এ আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ আসনে বিএনপি প্রার্থী দিলে জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে এ আসনে শক্তিশালী কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের হিসাব পালটে যেতে পারে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও