You have reached your daily news limit

Please log in to continue


আমিনবাজারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

সাভারের আমিনবাজারে ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর পুলিশের ধাওয়ায় সড়ক ছেড়ে দেন তারা।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা, চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা চালুসহ অভিযান বন্ধের দাবিতে আজ বুধবার সকাল ১০টার মহাসড়কের অবস্থান নেন তারা। পরে তারা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটে আটকা পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। হ্যান্ড মাইক দিয়ে শ্রমিকেরা বলেন, 'ইট ভাটা চলবে, গাড়ির চাকা ঘুরবে।'

বিক্ষোভকারী শ্রমিক সফিউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ছয় মাস ইটভাটায় কাজ করি বাকি ছয় মাস বাড়িতে কাজ করি। ভাটা বন্ধ করলে খাব কী? আমরা আজ সড়ক অবরোধ করেছি। ইটভাটা চালুর অনুমতি না দিলে আমরা সড়ক থেকে সরব না।

এবিএম ব্রিকসের মালিক মো. জাহাঙ্গীর বলেন, পরিবেশ অধিদপ্তর ঢালাওভাবে ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দিচ্ছে। আমাদের অন্তত ছয় মাস সময় দেওয়া হোক। আমাদের সময় না দিলে হাজার হাজার শ্রমিক না খেয়ে মারা যাবেন। আমরা সে জন্য সড়কে নেমে এসেছি আমাদের দাবি মানা হোক। দাবি না মানলে আমরা পরবর্তীতে আবারও রাস্তায় নামব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন