You have reached your daily news limit

Please log in to continue


জন্মবার্ষিকীতে ঢাকা থেকে জুবিনের অপ্রকাশিত গান ‘অবুঝ পাখি’ প্রকাশ্যে এল

অনন্তলোকে পাড়ি দেওয়া ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ তার জীবদ্দশায় অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় বহু গান গেয়েছেন। সেসবের মধ্যে কিছু গান রয়ে গেছে অপ্রকাশিত। সেগুলোর মধ্য থেকে একটি বাংলা গান প্রকাশ্যে এসেছে।

জুবিনের ৫৩তম জন্মবার্ষিকী গেছে মঙ্গলবার। দিনটিতে ঢাকা থেকে প্রকাশ হয়েছে প্রয়াত গায়কের ‘অবুঝ পাখি’ শিরোনামের একটি গান।

গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল ‘জুটি’তে এসেছে গানটি। জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

রাসেল বলেছেন, তার লেখা ৭টি বাংলা গানে জুবিন কণ্ঠ দিয়েছিলেন ২০১৫-২০১৬ সালে। আসামে তার ব্যক্তিগত স্টুডিওতে গানগুলো রেকর্ড করেছিলেন জুবিন। পরে তারই পরে জুবিনের পরামর্শে বাংলার পাশাপাশি এসব গানের হিন্দি সংস্করণ করা হয়। বাংলা-হিন্দি মিলীয়ে ১৪টি গানের একটি হল ‘অবুঝ পাখি’। এর হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ হবে।

‘অবুঝ পাখি’ প্রকাশ্যে আনতে পেরে আবেগাপ্লুত জুলফিকার রাসেল বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল এই শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান করার। গানের ভিডিও শুট করার কথা ছিল মেঘালয়ে। এ নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। তার জন্মদিনে আমাদের প্রথম নিবেদন প্রকাশ হল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন