বোল্ড শান্ত, একশর আগে ৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:১৫
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এবার আর সুবিধা করতে পারলেন না। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন দুই অংক ছোঁয়ার আগেই। মিরপুর টেস্টে একশর আগে (৯৫ রানে) ৩ উইকেট হারালো বাংলাদেশ।
৩ উইকেটে ১০০ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭ আর শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত আছেন।
শেরে বাংলায় মুশফিকুর রহিমের শততম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার ওপেনিংয়ে ভালো শুরু করেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়।
সিলেটে আগের টেস্টে ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছিলেন দুইজন। এবারও ওপেনিং জুটিতে ভরসা দিয়েছেন জয়-সাদমান। টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টা দারুণভাবে পার করেন তারা। জুটিতে পঞ্চাশও পার করেন।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- বাংলাদেশ-আয়ারল্যান্ড