জেলা প্রশাসকরা ওয়াজ-মাহফিল নিয়ে কোনো পরামর্শ দেননি: প্রধান উপদেষ্টা কার্যালয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২১:২৮
প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মতবিনিময় সভায় ‘ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের’ পরামর্শ আসার যে খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ অসত্য’ বলে জানিয়েছে সরকারপ্রধানের দপ্তর।
মঙ্গলবার ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এক ফেইসবুক পোস্টে জানায়, সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের নিয়ে বৈঠকে দুইজন জেলা প্রশাসক এবং একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও “এমন কোনো আলোচনা কেউ করেননি।”
মঙ্গল কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনারদের মতবিনিময় সভা হয়। সেখানে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে নির্বাচন আচরণবিধিতে ‘স্পষ্ট নির্দেশনা যুক্ত করার পরামর্শ’ দেন দেশের বিভিন্ন জেলার ডিসিরা।
- ট্যাগ:
- বাংলাদেশ