দ্বিতীয়বার দরপত্র ও আলোচনার সুযোগ নেই ডিএমটিসিএলের
বিমানবন্দর-কমলাপুর ও নতুনবাজার-পূর্বাচলের মধ্যে নির্মিতব্য মেট্রোরেল (এমআরটি লাইন ১) প্রকল্পটির অনুমোদিত নির্মাণ ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। পাতাল ও উড়ালপথের সমন্বয়ে এ মেট্রো লাইন নির্মাণের জন্য ঠিকাদাররা যে সর্বনিম্ন দর প্রস্তাব করেছেন, তাতে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ৯৭ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা।
ঠিকাদাররা কাজের জন্য বেশি দর প্রস্তাব করায় এ প্রকল্পের একাধিক প্যাকেজে দ্বিতীয়বার দরপত্র আহ্বানের জন্য ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) অনুরোধ করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ডিএমটিসিএল। তবে জাইকা পুনরায় দরপত্র আহ্বানের অনুমতি দেয়নি। আবার জাইকার সঙ্গে হওয়া ঋণ চুক্তি অনুযায়ী, দর কমানোর জন্য ঠিকাদারদের সঙ্গে কোনো আলোচনাও করতে পারবে না ডিএমটিসিএল। এমন পরিস্থিতিতে প্রকল্পটির ব্যয় কমানোর কার্যত আর কোনো পথ ডিএমটিসিএলের হাতে নেই।