মার্কিন এফ–৩৫ পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব, শর্ত ইসরাইলের

যুগান্তর প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ২২:৩২

মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি করে, তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে—এমন দাবি তুলেছে ইসরাইল। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরাইলি কর্মকর্তা। তাদের মতে, সৌদি আরবের এফ–৩৫ কেনায় ইসরাইলের সরাসরি আপত্তি নেই, তবে অস্ত্রচুক্তির সঙ্গে সৌদি–ইসরাইল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি।


আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। আলোচনায় এফ–৩৫ কেনা, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি এবং সৌদি–ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান ইস্যু হতে পারে। যদিও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এই সফরে সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনার সম্ভাবনা তুলনামূলক কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও