You have reached your daily news limit

Please log in to continue


বেক্সিমকো টেক্সটাইল সচল করছে রিভাইভাল

অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের কোম্পানি ‘বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ডিভিশন’ (বেক্সটেক্স) লিজ নিয়ে পুনরায় চালু করতে যাচ্ছে জাপান-বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাসটেইনেবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ কোম্পানি লিমিটেড এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেড।

এর ফলে ২৫ হাজারের বেশি শ্রমিক আবার কাজে ফেরার সুযোগ পাবেন জানিয়ে বেক্সিমকো গ্রুপের জনসংযোগের দায়িত্বে থাকা বেঞ্চমার্ক পিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ বিষয়টিককে “সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কর্মসংস্থান পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।”

সেখানে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ইকোমিলিও এ প্রকল্পে অর্থায়নে থাকছে।

প্রথম ধাপে রিভাইভাল ও ইকোমিলি ২ কোটি ডলার ব্যাক-টু-ব্যাক এলসি সহায়তা দেবে এবং প্রয়োজনে তা ১০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হবে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, আসছে ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হলে ২০২৭ সালের মধ্যে বছরে ৫০০ কোটি টাকা মুনাফা অর্জন সম্ভব হবে বলে আশা করছে রিভাইভাল।

এ বিষয়ে বেক্সিমকো টেক্সটাইলের পাওনাদার জনতা ব্যাংক, বেক্সটেক্স ও রিভাইভাল প্রজেক্টের মধ্যে চলতি মাসেই ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার এই চুক্তির প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন