মামুন হত্যা: পাঁচ দিন পর মামলা, আসামি ‘অজ্ঞাত’

বিডি নিউজ ২৪ সূত্রাপুর থানা প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:১৪

পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যার পাঁচদিন পর অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে।


মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা শনিবার ঢাকার সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি মো. সাইফুল ইসলাম জানান।


ওই হত্যাকাণ্ডে ‘সরাসরি অংশ নেওয়া’ দুজনসহ পাঁচ আসামিকে পুলিশ গ্রেপ্তারের কথা জানালেও মামলায় তাদের কারো নাম উল্লেখ করা হয়নি।


ওসি বলেন, “আমি বাদীকে মামলা করার সময় এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, এ সময় সাথে উনার আইনজীবীও ছিলেন। তখন তিনি বলেছেন, তিনি কাউকে চেনেন না, তাই কারও নাম তিনি দিতে চান না।


“এখানে বাদীর ইন্টারেস্টতো আমাদের দেখতে হবে। বাদী বলেছেন তিনি কাউকে চেনেন না, আমরা যেন তদন্ত করে দেখি।”


মামলার তদন্তকারী কর্মকর্তা ‘তদন্ত করে ঘটনায় জড়িতদের বের করবেন’ বলে মন্তব্য করেন ওসি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও