আইপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করতে পারবে
ডেইলি স্টার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৩
২০২৬ সালের আইপিএলকে সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এর আগে গতকাল শনিবার ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষদিন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০টি দল মিলে ধরে রেখেছে মোট ১৭৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৪৯ জন। এছাড়া, ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজন ইতোমধ্যে দলবদল করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন দল পাবেন। সেখানে ভারতের বাইরের হতে পারবেন সর্বোচ্চ ৩১ জন। ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সব মিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি।
আইপিএলে একেকটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি ব্যয় করতে পারে খেলোয়াড়দের জন্য। স্কোয়াড বানাতে হয় সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জনকে নিয়ে। এদের মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ আটজন।